তার সুঠাম বাহুডোরে অনঙ্গ-বিলাপ
তুঙ্গ বুকে রতি করে বাস
পলাশ ঠোঁটে অস্ফুটে রয়েছ  জিজ্ঞাসা
হাজার হাজার বছর ধরে সে প্রতীক্ষা করেছে কার ?
হয়তো আমার !
      -- কে বলতে পারে !  


আমার তরে সমুদ্রের ধারে  
দাঁড়িয়ে রয়েছে সে কত যুগ ধরে
কথা দিয়ে  সুদূর বাণিজ্যে চলে গেছি,  সপ্ত পোত সাজিয়েছি
মসলিন, রেশম, সোনা, মুল্যবান পাথরে
ফিরে কি আসিনি আর ?  
দূরে থেকে হারিয়ে গিয়েছি কি ...?


মনে হয় যেন -
তীরে থেকে অপেক্ষা করে করে পাথর হয়েছে সে
এই মন্দিরের দ্বারে ।
হয়ত কোন রূপদক্ষ শিল্পী মোহিত হয়েছে তাকে দেখে
হয়ত করেছে প্রেম নিবেদন,
নিশ্চয় পায়নি   সে সামান্যতম তার । তাই  
তার বিরহ ভার সে পাথরে গেঁথেছে এমন করে
করেছে রূপের পূজা তার মূর্তি গড়ে ।


আমি অপার বিস্ময়ে দেখি তাকে  
দেখি অপলকে , আর ভাবি -
কে বেশী বেসেছিল ভালো, কে বেশী যোগ্য ছিল তার
তার প্রেমিক পুরুষ আমি,  নাকি  সেই গুমনাম মূর্তিকার...।  


               ------  শ্রীতরুণ (২৯/৪/২০১৫)