ডালপালা হীন এক  'ভিখারি-বৃক্ষের'  নীচে বসে আছি
সে আমাকে কি দেবে,  নিজেই ভিখারি সে
বর্ষার অপেক্ষায় আছে ,

যে কোন দিন হঠাৎ
কোন কালবৈশাখী যদিও বা আসে
তার কোন ভয় নেই, সে এক ডালপালাহীন
নিষ্পত্র বৃক্ষ,  যে জানে সংসারী না হলে
শাখা প্রশাখায় মায়ার ঋণ না বাড়ালে
এভাবে উদ্যত স্বাধীন হয়ে বেঁচে থাকা যায়
সে পরোয়া করে না কোন দুরাচারী ঝড় বা বন্যা কে ।


ডালপালা হীন সে বৃক্ষের কাছে  বসে আছি আমি
এটুকু জেনে নিতে - কোন মন্ত্রে নিজেকে
ভুলিয়েছে সে কাম ও সৃজনের মোহ থেকে ...।।


             ---- শ্রীতরুণ (১৮/৫/১৫)