ইলিয়েনা তুমি  কি শব্দ শুনছ
ভাঙ্গার শব্দ, ভেঙে  টুকরো হওয়ার শব্দ,
অসাবধানে হাত থেকে পড়ে কাঁচের তৈজস  
চুর চুর হয়ে ভেঙ্গে ছত্রখান হয়ে গড়িয়ে যাওয়ার শব্দ
শুনছ কি ?


কি ভাঙ্গছে এমন করে ?
পানপাত্র  , পেয়ালা পিরিচ , ভাস, নাকি কাঁচের পুতুল ?


কে ভাঙ্গছে এমন করে অনবধানে , নাকি জেনে শুনে ?


সে কি তুমি , সে কি তুমিই ইলিয়েনা , ভাঙ্গছ নিজেকে এমন নির্দয়
খণ্ড খণ্ড চুরমার  হয়ে গড়িয়ে যাচ্ছ আমার ভেতরে
এতদিন থরে বিথরে যা সাজিয়েছি যতন করে


ইলিয়েনা, দোহাই তোমায়
নিজেকে ভেঙ্গো না আর অনাদরে অমন করে
কেটে রক্তাক্ত হবে  -কোথায় রাখবো পা ,
চারধারে তীক্ষ্ণ ধার তোমার স্মৃতির ভার
আমাকে বিষাক্ত নীল করে এই অচ্ছুত পৃথিবীর
কোন এক রাস্তার কিনার ফেলে যাবে ......।


সেখানে নদীজল ধুতে আসবে না কিছুতে, সেখানে কুকুরেরা
সঙ্গমের পরে জিভ দিয়ে চেটে চেটে লালায় ধোয়াবে,
খাবে না ।  কিন্তু তারা ছিঁড়ে ছিঁড়ে তোমার আনন্দ খুঁজবে অনাচারে
বৃষ্টি ধোয়াবে না আর শীতল বারিধারায়, তার আগে মহাচিল
কলিজা আমার, ছোঁ মেরে নিয়ে যাবে লোহিত সাগরে
সেখানে লোনাজলে অনেক হাঙ্গর , আমার অনেক ভয়


তোমার ঘুমের দেশে  বয়ে বয়ে যাবে নষ্ট প্রেতের  স্বর
......ইলিয়েনা ......... ইলিয়েনা......... ইলিয়েনা
সে  আকাশ বাতাস জুড়ে  ডাক দেবে,  রাত্রিকে কাঁদাবে
এখনি থেমে যাও ইলিয়েনা
নিজেকে  ভেঙ্গো না আর  এমন করে ...।।


                   --------- শ্রীতরুণ  (২৮/৫/২০১৫)