বোগেনভেলিয়ার ঝাড়ে আগুন লেগেছে আজ
আমি  আজ কোথাও যাবো না,
একটি একটি করে দুর্মর লাইন আসছে আমার ক্যানভাসে
অক্ষরে তাদের ধরব না । ইলিয়েনা -  
অসময়ে ফোন করে তোমাকেও বলব না ।
আমার বোগেনভেলিয়ার ঝাড়ে আগুন লেগেছে আজ
আমি আর কিচ্ছু করব  না


প্রিয়জন সরে যায় সঞ্চিত জলের কাছে
নদীর লাবণ্য খায় গ্রীষ্মের লাল জিভ
মাটিতে ফাটল ধরে সম্পর্কের আগে, ইঁদুরের গর্তে
জমে কালনাগিনীর বিষ
পৃথিবী বদলে যায় আমার চারপাশে
জমা হয় দীর্ঘ প্রতীক্ষা,  নিরুদ্দেশ সংবাদের ভিড়,  
রাস্তার ধুলো  উড়ে এসে বিছানায় স্থায়ী হয়  ,
জানালায় ঘর বাঁধে মাকড়সার জাল,
আমিও তাদের মত, ওতপ্রোত ঘুণপোকা  
দিনরাত কটর কটর ...।


সেইসব ভোলাতে চায় বোগেনভেলিয়ার ঝাড়
জ্বেলেছে আগুন সে আমার জন্য আজ
তাকে ছেড়ে কোথাও যাবো না


আমার  বোগেনভেলিয়ার ঝাড়ে আগুন লেগেছে আজ
আমি আর  কোথাও যাবো না ।

               ----- শ্রীতরুণ (১১/৬/২০১৫)
**বোগেনভেলিয়া (Bougainvillea) - এক প্রকার সুন্দর ফুলের গাছ, যার কচি পাতাগুলি ফুলের মত বিভিন্ন বর্ণের হয়ে গাছ ছেয়ে দেয়।