নিদ্রা অসমাপ্ত রেখে ঘুম ভেঙে যায়
এলার্ম বাজতে থাকে , অন্ধকার মুছে যেতে না যেতে    
ক্লান্তি নিয়ে কাজে যায় অভাবী মানুষ


ঘুম রাগ করে,  বলে -
কিসের অত অভাব তাদের  ?
যারা ভালো খায়, পরে,  থাকে ভালো ঘরে
তারাই দেখি তাড়ায় আমাকে বেশী বেশী করে - !  


ঘুম বড্ড বিরক্ত হয়, রাগ করে থাকে
কেজোদের  আরও চাই, আরও চাই বেশী বেশী
সময় কে করেছে চাকর,  যন্ত্রের মত
দিনরাত খালি  কাজের তাগিদ


এর শোধ নেয় ঘুম  শেষ বয়েসে, মনে রেখে ।
এসি ঘরে , পেট ভরে,  নরম বিছানায়
কর্মহীন বুড়োরা অনিদ্রা নিয়ে বসে থাকে
                          আর  রাত্রি দেখে ...।


                ------- শ্রীতরুণ (২১/৬/১৫)