হয়ে নয় সরস্বতীর বাহন
শব্দ সেজেছিল শীতল তরবারি  


আপাত নিরীহ তার ভ্রু তোলা হাসি
শাঁখ বাজান উজান-ঠেলা বুক
হয়ে নয় লাজবতির ঘোমটা টানা মুখ
শ্বাস সেধেছিল সাপ খেলান বাঁশী


নিকান দেওয়ালে তার ফুল পাতা পাখি
উঠোন জুড়ে দুধেল কালো গাভী
নীবি-বন্ধে টলোমলো অর্ধচেতন নাভি
প্লাবনে ভাসল সুখের সকল  চাবি  

হয়ে নয় বিলাস গাথার সঞ্জীবনী সুখ
যৌন উচ্চারিত প্রলয় অভিচারী


     ----- শ্রীতরুণ (১৫/৭/১৫)