নিঝুম রাত্রির ফাঁকে  দিয়ে যায় শিস  
কোন এক মন্বন্তরে দগ্ধ  পিউকাঁহা |
কালপুরুষের ধনুকে উদ্যত তিরের ফলা
দেখি আমি-
দেখি  লুব্ধকের ঠায় বসে থাকা |


হঠাৎ কোনদিন যদি মনে পড়ে যায় তার
তাদের আসামী  আমি কবেকার ,
  জামিনে রয়েছি বহুদিন |


লুব্ধকের ঘুম চোখ অন্ধকার ঘন করে জ্বলে,  
বলে -
তোমার রক্তের দাগ যতক্ষণ লেগে থাকে সময়ের গায়ে
ততক্ষণ বেঁচে আছো তুমি
যতক্ষণ সংগ্রামে আছো  - ততক্ষণ সমীহ তোমায়,
নিভে যায় প্রতিদিন একেকটি বাতি
ঘরে ফেরে কেউ কেউ , ফেরেনা বাকিরা
বাকি সব মিথ্যা হয়, সত্য শুধু এই
যারা ফিরে আসে ঘরে তারাও একদিন
নিরুদ্দেশে যাবে,


তার আগে এই ঘর বসতি এসো আরও
রঙিন করে দিয়ে যাই,
বাঁধি আরও সংগ্রামে বৈভবে |


            ----- (১৩/৮/২০১৫)