তাহলে এবারে সেই ভালোবাসার কথা কই , / শুনেন  
ময়না ছিল ঘরের বউ , তার ভাতার মোহন /  থাকে দূরে দেশে
তারে  ভালবাসল আফসানার  ভাই রুহান  |


কি কন ? আফসানা কে ?
তাতে আপনার কি যায় আসে
রুহান  হল হিরো ছেলে, আপনে মশায় তারে ছেড়ে
তার বহিন আফসানারে খুঁজেন কোন আক্কেলে ?
শোনেন শোনেন  / অত উতলা হয়েন না,
কথার ফাঁকে কথা বলে / গল্পের তাল  কাটেন না  


ময়নামতি রূপের পাঁতি /  টেলিফুনের দোকানে যায়
বরের লগে কথা করতে /  রুহান সেথা ফোন ধরায়  
এমনি করে চলছিল দিন হঠাৎ কোথায় কি যে হল
এক সাঁজেতে  রুহান হাতে  প্রেমপত্র  গুঁজে দিল


পত্রে পেরেমের জুয়ার ডাকে ,
আপনে পীরিত বলেন তাকে !


সে যা হোক,
ময়না করে ঘরকন্না, চিঠি থুয়ে বালিশ তলে
কুটুনী ননদিনীর /  হাতে পড়ল সেটা  / আর ঘরে আগুন উঠল জ্বলে
চুলের মুঠি /  পাছায় লাথি /  দেওয়ালে তার মাথা ঠুকে,
উস্তুম খুস্তুম / মারল তাকে  / শ্বশুর ভাসুর শাউড়ি মা-তে,  
যে ননদী /  কামের বাঁদি  / পেট খসায় ফি হাটবারে ,
সেও তারে গঞ্জনা দেয় / উঠতে বসতে /  যখন পারে
বাপের বাড়ি খবর গেল /  বাপ এসে আরও  দুঘা দিল
বলল/  - মুখে চুনকালি দিলি /  তোর মুখ আর দেখব নাকো -


ময়না কাঁদে একলা বসে /  গাছের তলে ভুখা পেটে
রাত হল যেই রুহান এল  / বলল চল মোর সাথে
এদেশ ছেড়ে যাবো দূরে  / বাঁধব ঘর দুজনাতে
ময়না হেসে কয় তারে - যেতেই যদি / হয় গো নাগর
তার ঘরেতে / যাবো চলে / যেখানে কভু হব না কাতর  
সকাল হল /   দেখল লোকে /  দীঘির জলে উঠেছে ভেসে
কলঙ্কিনী ময়নামতি  / লাল চেলিতে /  বধূর বেসে  |


                              --------(২য় পর্বে সমাপ্য)


                        ------ (১৪/৮/২০১৫)