মেঘ ছুটেছে চাঁদের দেশে
চাঁদ ছুটেছে কই?
চাঁদ ছুটেছে ঘুম পাড়াতে
খোকার ঘরে অই!


মৌ ছুটেছে ফুল বাগিচায়
ফুল ছুটেছে কই?
ফুল ছুটেছে ঘ্রাণ ছড়াতে
খোকার ঘরে অই!


যেই পেয়েছে ফুলের ঘ্রাণ আর-
চন্দ্র মামার চুম,
ঠিক তখন-ই চুপটি করে
খোকন দিললো ঘুম৷