শিয়াল মামু খাবার খুঁজে হাঁটছে বনে একা,
হাঁটতে গিয়ে ধাক্কা লেগে গাধার সাথে দেখা৷
ধাক্কা খেয়ে বনের গাধা বলছে আরে মামু
হয়নি ভাবা এমন করে তোমার দেখা পামু৷


যা হোক তাতে ভালই হলো কেমন আছেন তবে?
তোমার নাকি বুদ্ধি ভীষণ বলছে পাড়ার সবে৷
এতই যখন বুদ্ধি তোমার এতই যখন জ্ঞান,
অল্প কথায় একটি ধাঁধাঁর সঠিক জবাব দেন?
এইটা বলে শিয়ালটাকে প্রশ্ন করে গাধা,
বলুন শুনি গাছের পাতা সবুজ নাকি সাদা?


প্রশ্ন শুনে শিয়াল হেসে কয় হাদারাম গাধা,
এইটা কোনো প্রশ্ন হলো এইটা কোনো ধাঁধা?
তার পরেও বলছি আমি শুনরে ব্যাটা অবুজ,
গাছের পাতা হয় না সাদা গাছের পাতা সবুজ৷
জবাব শুনে দাঁত কেলিয়ে বলছে হেসে গাধা,
হয়নি মামা সঠিক জবাব,সঠিক জবাব সাদা৷
গাধার কথায় শেয়াল বলে দূর ব্যাটা ছাই পাগল,
তোর চেয়ে তো বুদ্ধি জ্ঞানে বহুত ভালো ছাগল৷


এইটা নিয়ে দুজন মিলে তর্ক করে ভীষণ,
ডিসুম ডিসুম করলো শুরু ঝগড়া ঝাটির মিশন৷
ঝগড়া শেষে ছুটলো দুজন সিংহ মামার কাছে,
সেথায় গিয়ে নালিশ জানায় কার কী কী দোষ আছে৷


নালিশ শুনে সিংহ মামা শিয়ালকে দেয় সাঁজা,
মাফ করে দেয় গাধাটাকে ভুল ছিলো তার যা যা৷
সিংহ মামার বিচার দেখে শিয়াল বলে একি,
বনের ভেতর একচেটিয়া বিচার চলে দেখি৷
আগের মতো বিচার কি আর এই বনেতে নাই,
কোন দোষেতে পেলাম সাঁজা জানতে আমি চাই?
এমন কথায় ক্রুদ্ধ হয়ে বলেন বনের রাজা,
গাধার সাথে তর্ক করায় দিলাম তরে সাঁজা৷