মন্দিরের ঘন্টাধ্বনি, প্রভাতের আযানে
কিংবা বেলকনিতে বসা চড়ুইয়ের ডাকে,
খুজেছি তোমায় নিউজপেপারের প্রতিটি বর্ণে
সকালে চায়ের কাপে-মিষ্টি ধোয়ার বাঁকে।


দুপুরের তপ্ত রোদে মরুভূমির মরীচিকা মাঝে
বিকেলের হেলে পড়া সূর্যে, সন্ধ্যা সেতারায়,
রাতের নিস্তব্ধতায় ডায়েরির ভাজে
শহরের প্রতিটা ইট খুলে খুজি তোমায়।


খুজে ফিরি নজরুলের কবিতার ছন্দে
জসীমউদদীনের আসমানী বা জীবনানন্দের বনলতায়,
নৃত্যরত আনারকলি আর সরাবে-আনন্দে
অন্ধকার কবরে, জাহান্নামে হুতামায়।


তুমি আসবে বলে নতুনে রাঙিয়েছি
আমার শহরের প্রতিটা দেয়ালে তুমি,
জলরঙে নয় লাল রক্তে এঁকেছি
আজো বলি স্পর্শে নয়, নিঃশব্দে তুমি।