অবশেষে অজানার পথে পা বাড়ালাম।
জানি না কোথায় গিয়ে পৌঁছাব,
আদৌ পৌঁছাতে পারব কিনা-জানি না
তবুও পা বাড়ালাম অজানাতে।


এই বয়সে সবাই যখন ব্যস্ত
নিজের ভবিষ্যৎ গড়তে,
সবাই যখন সংকল্পবদ্ধ নিজের
স্বপ্নকে বাস্তবায়িত করতে,
তখন আমি কল্পনায় ব্যস্ত;
জানি নিষ্ঠুর বাস্তবতা আমাকে
মেনে নিবে না-তবুও আমি
ভীত-শঙ্কিত নই।


আমি একটা পথ আবিষ্কার
করতে চাই – অজানার পানে;
সেখানে বাস্তববাদীদের চলার
কোন অনুমতি থাকবে না।
হয়তো বাস্তবতার অভিশাপে
একদিন সেই পথ হারিয়ে যাবে,
আর আমি তো হারিয়ে যাওয়ার
জন্যই যাত্রা করেছি অজানার পানে।