আমার পথ-যাত্রা কখনই অনবরত ছিল না।
তা ছিল অনিয়মিত।
যাত্রাপথে পথ চলতে চলতে আমি
থমকে দাঁড়িয়েছি, বিশ্রাম নিয়েছি,
যতটা-না সময় আমি পদ-যাত্রা করেছি,
তার চেয়ে বেশি সময় আমি স্থবির থেকেছি।


রবীন্দ্রনাথের একটা কথা খুব বেশি মনে পরে,
“হয় অবিশ্রাম চলো এবং জীবন চর্চা করো,
নয় বিশ্রাম করো এবং বিলুপ্ত হও;
পৃথিবীর এইরূপ নিয়ম।”


কখনোই অবিশ্রাম চলি না বলে
রবীন্দ্রনাথের এই কথা অনুযায়ী
বিলুপ্তির পথে আমি এগিয়ে যাচ্ছি।
কিন্তু আমি বিলুপ্ত হতে চাই না।
তাই দৃঢ় হওয়ার চেষ্টা দৃঢ়ভাবে।
“চেষ্টা করো এবং বিফল হও,
কিন্তু চেষ্টা করতে কখনো বিফল হবে না।”


এই নীতিতে আমি চলতে চাই
কারণ সংগ্রামই জীবন ...