অতিমানব
-------------


একটু আগে, তুমি ছুঁয়েছো আমার হাত।
সেই একটু আগে থেকে,
আমি পৃথিবীর সম্রাট ।


এখন,আমি ঈর্ষনীয় ধনী।
শাহজাহান কে অবহেলায় দিতে পারি ঋণ।
এখন আমার ট্র্যাফিক-রাস্তা ,জমকালো ।
রঙিন।


এখন আমার মাথা ছাড়িয়ে গিয়েছে আকাশ,
আমার গোটা শহর জুড়ে
হাস্নুহানার সুবাস ।


এখন আমি মিছিল কে হাত তুলে বলতে পারি চুপ ।
সুনীল কে দিতে পারি ভাষা,
এখন আমার করতলগত,
ভিঞ্চির মোনালিসা।


এখন থেকে
তুচ্ছতা সব পাখি হয়ে যাক উড়ে ,
শুধু স্পর্শটুকু সত্যি থাকুক আলোকবর্ষ জুড়ে।