অজানা লোক

অজানা লোক
জন্মস্থান জানা নেই
বর্তমান নিবাস জানা নেই
পেশা কোন কাজেই নিযুক্ত নই।

সৌরভ সরকার(১৯৯৭- ):-২৯শে সেপ্টেম্বর,১৯৯৭ (ইং)সালে কোচবিহার জেলার অন্তর্গত পেটভাতা নামক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একুশ শতকের দুই দশকের একজন বাঙালি কবি হিসাবে পরিচিত। তাঁর পিতার নাম যোগেন্দ্রনাথ সরকার ও মাতার নাম কল্পনা সরকার। তিনি পেটভাতা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দেওয়ানবশ আর.এন.এ. উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।তারপর ২০১৫ সালে মাথাভাঙ্গা মহাবিদ্যালয়ে সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা শুরু করেন। পড়াশোনার ফাঁকে নগ্ন হাতে উঠে এসেছে সাহিত্য চর্চা।দীর্ঘ বছর ধরে এই সাহিত্য চর্চায় মগ্ন হয়ে আছেন।তাঁর জীবনে প্রথম কবিতা হিসাবে "অন্তিম বীজ" কবিতা মধ্যদিয়ে লেখালেখির জগতে পা রেখেছেন।কিন্তু পরে 'যূথিকা সাহিত্য পত্রিকা'য় ২০১৭ সালে "মহাশ্বেতা দেবী" কবিতাটি প্রথম প্রকাশিত হয়।পরবর্তীকালে অন্যান্য বহু পত্রপত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়েছে।ঝুলিতে এসেছে মালদার 'স্বপ্নসন্ধানী সাহিত্য পত্রিকা' তরফে "স্বপ্নসন্ধানী সাহিত্য পত্রিকা সম্মাননা ২০১৮"।তাঁর প্রথম কাব্যগ্রন্থ "ধানসিঁড়িটির পাশে"(২০১৭) ও দ্বিতীয় কাব্যগ্রন্থ "বৃষ্টি ভেজা প্রেমিকেরা"(২০১৮)।

অজানা লোক ৭ বছর ২ মাস হলো বাংলা-কবিতায় আছেন।