আমি কেমন যেন হয়ে গেছি
লিখতে গেলে এখন আর কাব্য আসে না,
রগচটা মেজাজে চলমান প্রবাহিত ধারা;
আমি কেমন যেন হয়ে গেছি!
ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারি না,
বিরক্তি প্রকাশ লুকাতে পারি না।
আমি কেমন যেন হয়ে গেছি,
এখন আর নিশীরাতের মায়াবী জোছনা দেখা হয় না,
আকাশের তারা গুনতে বিরক্ত লাগে,
ঠিক-বেঠিক এর সঠিক মুল্যায়ন করতে পারি না।
আমি কেমন যেন হয়ে গেছি।
এখন,
আমার আয়না,আমার প্রতিচ্ছবি ;
আমাকেই চমকে দেয়-
আমি কেমন যেন হয়ে গেছি।