মনে পড়ে? তুমি আর আমি কত কাছের বন্ধু ছিলেম !
একদিন, খেলতে গিয়ে, ভূল বুঝে, দুঃখ পেয়ে দু’জন দু’দিকে সরে গেলেম
দিন গেল, মাস গেল, কত বছর কেটে গেল, তুমি আমি এক শহরে পাশাপাশি বড় হলেম
রাগ ছিল, ক্ষোভ ছিল, তবু তোমার আমি খবর নিতেম
পথের বাঁকে দেখা হলে একচিলতে ঠিক দেখে নিতেম
কথার ফাঁকে এর থেকে ওর থেকে -
তুমি কোথায় কেমন আছ জেনে নিতেম
এখন মোদের অনেক বয়স এখনও তুমি আগের মতোই হাঁসো
তুমি কি এখনও আমার মতো করে আমায় খবর রাখো ?
তুমি আমার ছোটবেলার সাথি
তাই তো সেদিন তোমাকে দেখায়ে ছেলেকে বলে ফেললাম
তুমি আমার ছোটবেলাকার বন্ধু
হোক না যত ঝগড়া ঝাটি, হই না কেন চিরকালের শক্র  
ছোটবেলার বন্ধু বড়বেলার হাজারো বন্ধুর চেয়েও বেশী কাছের বন্ধু।