গভীর রাতে গাঢ় অন্ধকারে
শীতল বাতাসের অবগুন্ঠনে নিজেকে ঢেকে
কে কাঁদে নিরবে?
আমি তারে দেখিনি তো দিনের আলোয়
শুধু সব আলো নিভে গেলে পেয়েছি তারে
যেমন চাপা ফুলের সুবাস পাওয়া যায় হঠাৎ বাতাসের সাথে
আকাশ ভেঙ্গে দেয়া নামলে পরে
বৃষ্টির ফোটায় আলোর বিচ্ছুরণে
বিস্ময়ে হতবাক হয়ে জেনেছি তারে,
এ যে আমিই?
আমি কেন অন্ধকারে একা, অজানা কষ্টে ঢুকরে কাঁদব?
কি জানি, কই আলোতে দেখি নাতো কোনো ক্ষত
যার বেদনায় আমি একা এত বিষাদগ্রস্ত!
তবু জানি আছে হয়ত কিছু কথা যা বলা হয়নি কখনো,
কিছু ব্যথা যা শুধু আমারই জন্য।