পথের বাঁকে ফোটে অজানা সুগন্ধি ফুল
আমি আমার মতো হেঁটে চলে আসি
পথে বাঁধে জটলা হইচই, খটকা লাগে ক্ষণিক
আমার সময় নেই, আমি আমার মতো হেটে চলে যাই
জানি না যেতে হবে কতদূর
কতটা পথ পাড়ি দিলে
পাব গন্তব্যের সন্ধান
হেটে চলেছি, বিরামহীম -
দীর্ঘ বরষ মাস পার হয়ে গেছে অনিমেষে, পথ এখনো বাকি
কারো দিকে হেসে তাকাবার সময় নেই
নেই থমকে দাঁড়াবার অবকাশ
জানি না যেতে হবে কতদূর।
মনে হয় এ এক অনুভূতিহীন যাত্রা,
অজ্ঞাত পরবাসের দিকে।