৩ জানুয়ারী, ২০১৭


বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত, খন্ড-বিখন্ড, চুর্ণ - বিচুর্ণ
এ কি? আমি?
আমিই আমাকে কালে কালে, ক্ষণে ক্ষণে, প্রতি পলকে
করেছি এমন ক্ষত বিক্ষত?
যতবার আমি নিজেকে গোছাই, মনের মতো করে
একটি অজানা ঝড় আসে,
আর তারপর আবার যে সেই্ -  
বিচ্ছিন্ন হয় চিন্তা, বিক্ষিপ্ত হয় মন, খন্ড-বিখন্ড হয় স্মৃতি,
আমি একাকার, চুর্ণ - বিচুর্ণ হই
আশ্চর্য ! ঝড়টাও আমারই তৈরী ।
আমি কি জানি আমি কি চাই?