এ শহরকে কখনো ঘুমোতে দেখিনি
দিনরাত জেগে থেকে থেকে, দেখে না দেখে ক্লান্ত দেখিনি
কালের শাক্ষি এ পথ, এর কোনো অন্ত দেখিনি
জন্ম, মৃত্যু, বিয়ে, সুখ-দু:খ নিয়ে,
হেসে কেঁদে উল্লাসে কি ত্রাসে,
আনন্দে, আন্দোলনে মুখর এ নগর-শহর
রাতে কেন অন্ধকার, শুনশান, একা, নিঃস্তব্ধ পাথর
না বলা কথার ভারে অনুতপ্ত দেখিনি।