তুমি চলে যাবে, বললে না তো
বললে কি ক্ষতি ছিল
তোমায় না হয় বুঝিয়ে দিলাম
যাকিছু তোমার ছিল।
গেছই যখন গেলে তুমি এমনই অবেলাতে
যেখানে গেছ সেখানে তোমায় একাই থাকতে হবে।
তুমি একা গেছ, আমি একা যাব, একার যে জীবন
সে জীবন নিয়ে চারিদিকে কেন অকারণ গুন্জন?
একার কষ্ট একারই যাতনা
একা একা পথ চলা
যাবার বেলায় জানা হবে না তো
শেষ কথাটি কি ছিল।