অন্ধকারে নিমজ্জমান প্রতিটি পৃষ্ঠা
কালো কালিতে লেখা ধুসর পান্ডুলিপির মতো
আমি,
ক্রমেই হারিয়ে যাচ্ছি দুঃসহ অন্ধকারে।


ধু ধু মরুভুমি আর
বালুচর বেয়ে সারাটা দিন হেটে,
মধ্যাহ্নে ক্লান্ত ও অবসাদগ্রস্ত আমি যখন
নৃশংস সুর্যের অট্টহাসি উপেক্ষা করে
আদিম সরিসৃপ এর ন্যায় বুকে হেটে চলেছিলাম পাতকুয়োটার দিকে,
সূর্যের আলো পৌছায় নি যেখানে কোনোদিন!


তৃষিত প্রান তখন আত্মবিসর্জন এ খুঁজে নিয়েছিল পরম তৃপ্তি,
মিটিয়েছিল শেষ পিপাসা
বুঝেছিলাম অন্ধকার কি!


আবারো হারিয়ে গেলাম সেই দুঃসহ অন্ধকারে।