________
দিন গুলো সব বদলে গেল,
বৃষ্টিতে জং ধরালো আমার ছাদের কাঁচা টিনে।
এক সুদখোর ব্যাবসিক এসে
দুটো আধুলি দিল
আমার বসন্তটা নিল কিনে।
এখন আর রোদ ওঠে না
এখন আআর ফুল ফোটে না
কেবলই ঝম ঝম বৃষ্টি
রাত্রি হতে দিনে,


বৃষ্টিতে ওদের বাড়িতে খিচুড়ির গন্ধ
আড্ডা জমে, চায়ে কবিতায় গানে
আমার ভিজে উঠানে পা রাখার যো নেই
পুঁজ জমে পাক ধরে
গোড়ালির ক্ষতস্থানে।
রাত্রে বাড়ির পাশের কারখানা থেকে ধোঁয়া ওঠে,
সোলারপোস্টের নীচে তাসের আসর,
আমার বুক থেকেও ধোঁয়া ওঠে, চিমনির মতো,
বলে---"পৃথিবীটা ধূসর।"