তখন বুঝি প্রেম ছিল!
চোখাচোখি
দেখাদেখি,,,,,,ভালবাসা!
আঠারোর উঠতি যৌবন
টলমল
তখন হাঁটি হাঁটি পা।


তোর হাত ধরে দাঁড়াতে
শেখা,
হাঁটতে শেখা বাঁচতে শেখা,
তখন তুই জননীর মতো,
আমি টলমল
              হাঁটি হাঁটি পা।


তখন বুঝি বিশ্বাস ছিল,
হাতে হাত রেখে  কথা
দেওয়া
কাকে কোকিলে এক
ডালে,
নাকি প্রেম করে!
সেটাও মেনে নেওয়া!


আদর সোহাগে ভরা সেই
দিন গুলো
বুকে মাথা রেখে ঠোটে
ঠোটে চুমু খাওয়ার সেই
দিনগুলো
আজ আর নেই!


তবু হাঁটি, তবু বাঁচি
চুমু খাই!
সিগারেটে ঠোঁট পোড়াই!