অঝর ধারায় যখন বৃষ্টি এল নেমে,
হঠাৎ দেখি গলির মাথায় একটি রিক্সা গেল থেমে,
ছাতা মাথায় আসলে তুমি নেমে,
আমার ভাবনা গুলো আটকে গেল মুগ্ধতার ফ্রেমে।


হঠাৎ ঝড়ো হাওয়া এসে,
তোমায় ভিজিয়ে দিল ভালবেসে।


বৃষ্টির ছোঁয়ায় শিহরিত তুমি,
নাচতে শুরু করলে বৃষ্টির তালে,
বেলকনিতে ঠাঁই দাঁড়িয়ে আমি,
অবাক চোখে চেয়ে আছি এ কোন মায়াজালে।


যেন মর্তলোকের মানবী নও তুমি,
রুপকথার পরী;দেখে চোখ ফেরানো দায়,
বৃষ্টিও ধন্য তোমার অধর চুমি,
কোন এক অলস বিকেলে চায়ের কাপে ------
মনে পড়বে বৃষ্টি ভেজা তোমায়।


( নয়ন )