বাবা মায়ের ছোট্ট খোকা,
হঠাৎ বদলে গেল,
ব্যবহারের মিষ্টতা তার,
কর্কশ রুপ পেল।


এখন কিছুই লাগেনা ভাল,
খোকা সবকিছুতেই বিরক্ত,
খোকা যে আর নেইকো খোকা,
খোকা এখন মাদকাসক্ত।


সকাল বিকেল এখন খোকা,
যায় না খেলতে মাঠে,
ডাইল হেরোইন আর ইয়াবার সাথে,
খোকার সময় কাটে।


মা বাবা আর বোনের কথায়,
অকারণে যায় রেগে,
ভাল কথা বলতে গেলেই,
অশান্তি যায় লেগে।


বাবা মা সদাই এখন,
ভাসে চোখের জলে,
খোকা তাদের হারিয়ে গেল,
মাদকের বিষাক্ত ছোবলে।


এমন করে খোকাগুলো,
পড়ে মাদকের কবলে,
অকালেতে পড়ছে তারা,
মৃত্যুর কোলে ঢলে।


এখনই সময় সোচ্চার হও,
মুখোশ টেনে দাও খুলে,
যারা ধ্বংশ করছে সুন্দর জীবন,
খোকার হাতে মাদক দিচ্ছে তুলে।


২৫শে জুলাই,২০১৪ইং।
দুপুর ৩:০০ টা