মনের ভিতরে যে জনশূন্য
নিঃসঙ্গ মসজিদ -
চারদিকে রক্তলাল জবাফুল গাছ।
সেখান থেকে নিঝুম গোধূলী বেলায়
ধবনিত হয় ধোঁয়াশার সুরে;
আযান।
পৃথিবীর পাখিরা ডানা ঝাপটায়;
ফিরে ফিরে যায় বাশঁঝাড় ঝাউবনে।


আর -
বুকপাখিটা নিদারুণ ছটফটানিতে লুকোতে চায় রক্তজবার পাপড়িতে।