আমাদের দুজনের যাত্রা গোলাপের দিকে নয়,
ফুল কিংবা বৃষ্টির দিনের গান নয়।
তবু যাত্রাপথে ফুল-পাখি-বৃষ্টি মন্দ নয়,
আয়োজন ছাড়া জীবন যেন পাপড়িছাড়া ফুল।
দু'জনেই বুঝি দু'জনের যাত্রা একদিকে।
তবুও যাত্রার পথে চলে পরস্পরকে দেখানোর আয়োজন-
যেন ফুল-পাখির খুব প্রয়োজন।
আমাদের দু'জনের যাত্রা কৌতুহলের।
অনন্তকাল যা ঘটেছিল তাই ঘটবে,
তবু নিজে স্বাক্ষী হতে পারাটা কৌতূহলী মনের চিরকালের নেশা।
বস্তুত শুধুই এ যাত্রাই নয় -
জীবনের সব যাত্রাই বুঝি এমনটাই হয়?
যা কিছু হাতে এসে যায় -
ক্রমান্বয়ে তুচ্ছ হয়ে যায়?
তাই চলেছে সব হাতে পাওয়ার
তুচ্ছ - তুচ্ছ শিশুখেলা।
তবু সবাই চায় দ্রুত তুচ্ছতা যেন ছায়া না ফেলে ফুলের পাপড়িতে,
পাখিদের বাসায়,
কিংবা.....