কাটা ঘাসের বুকে লেগে আছে,
রক্তের সবুজ সবুজ ছোপ ।
ফাগুনের রাতে হলুদ রাঙা চাঁদের
আলো এসে পরে ফাকা মাঠের বুকে ।
কাটাঘাস স্তুপাকারে পরে আছে,
মাঠের কোণে, সবুজ গেছে মিলিয়ে ।


পৃথিবীর নরম হাওয়া প্রত্যহ কেটে চলে,
হৃৎশরীরে আছে মরচে ধরা কাস্তের দাগ ।
একদিন কাটাঘাসের মতন পরে থাকব ,
পূর্ণিমার হাহাকার ভয়াল রাতে ।