শতাব্দী পরে
যদি এই পথেই আসি ।
দেখবো তো
ঝরে পরা বকুলের শিশিরমাখা মৃতমুখ?
ঠিক এখানে,
যেখানে আযানের ধ্বনিতে
ক্লান্ত পাখিরা ডানা ঝাপটায়
ফিরে যায় সোনালী ডিমের বাসায়
বুকের মানিকের কাছে?
ঐখানে,
যেখানে
মাছের সন্তানেরা
হলুদ পাতার বুক খায় কুটে কুটে ।।