কাল্পনিক শতাব্দী পেরিয়ে দুটো হলুদ কদমপাতা বাতাসের ভিতর দিয়ে নিঃশব্দে হেঁটে চলে, পড়ল চাপা সবুজ ঘাসের উন্মুক্ত বুকে। সেই শব্দের তরঙ্গে প্রজাপতির ডানা ঈষৎ কেঁপে উঠে।
ফড়িংয়ের দল ছান্দিক তালে দল ভেঙে ভেঙে - একলা ফড়িং গিয়ে বসে নীল বুনোফুলের নিবিড় বুকে। আকাশে সাদা মেঘেদের ঘেঁষাঘেঁষির শব্দে বাশঁঝাড়ে বাসা বাঁধা নবজাতক কোন পাখির স্বর্গঘুম ভেঙে যায়।
জীবনানন্দ দাশের শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে। চাঁদ আর সূর্যের মিলনের আলো ধীরে ধীরে ছেয়ে যায় সবুজ ঘাসের বুক। ভ্যান গগের প্যাইন্টিং খোলা আকাশে - রঙের সাথে রঙের লেপ্টে থাকার কি দুর্নিবার আকাঙ্ক্ষা। বাতাসের সাথে বাতাসের স্পর্শে কোলাহল বেড়ে যায় ক্রমাগত, আগত রাতের বাতাসের সাথে শেষবেলার বাতাস।


০১/৬/২০১৭