পৃথিবীর সূর্য ফেটে গলিত তপ্ত হাইড্রোজেন
ধবসে পড়ছে সবুজ পৃথিবীর বুকে ।
খোলা জানালার মধ্য দিয়ে
দখিনের বাতাসে আসে শুধুই
ঘৃণিত মজুরের ঘামের উটকো গন্ধ ।
শুষ্ক কোকিলের গলা থেকে
বেরিয়ে আসে রাষ্ট্রদ্রোহের গান ।


কি উষ্ণতা চারদিক !
তোমার উষ্ণতার প্রয়োজন বুঝি
হারিয়ে গেল পৃথিবী থেকে?


_____________