এই যে তীব্র রঙিন অথবা মৃত ধূসর ফুলটা
একান্তে তোমার মস্তিষ্কের
কোন গোপন সুরঙে কি কল্পনার রঙ সৃষ্টি
করছে, সেটা তুমিই জানো।


সেটা একান্ত তোমার,


তোমার সে অনুভূতীর দ্যুতি কারো
কাছে কোনকালেই পৌঁছায় না,


চিরকাল একান্তভাবে তুমিই জান কত
সংগোপনে তা অনুভব করছ।


এই যে চোখদুটো বন্ধ করে ঘন তরল শ্বাস
নিয়ে ফুলের সুগন্ধ নিলে,
নিউরনগুলো কি অমায়িকভাবে নাচল -
সেটা
একান্ত তোমার।


কেউ জানে না কতটুকু গন্ধে তুমি
আমোদিত,
কেউ জানে না কতটুকু গন্ধে
তুমি মাতাল।


আজ আকাশটা গাঢ় নীল,
তোমার স্বচ্ছ চিন্তার পুকুরে ফেলেছে প্রতিচ্ছবি,
সেটা একান্ত তোমার।


গানের কোন লিরিক্স টা
কোন কল্পনার জগতে
তোমার হাত দুটো ডানা বানিয়ে দেয়-
আর উড়িয়ে নিয়ে যায় কাব্যিক জগতে-
সেটা তুমিই জানো।


অথবা সাদা বকের ছেঁড়া নরম এক পালক উড়তে উড়তে পড়ল তোমার ঠোঁটে.........


তুমিই জান,
স্বাদ - গন্ধ - রুপ - রস -


তুমিই জান তোমার "তুমি" কে।


নাই লেন দেন, নাই শেয়ার...........
'তুমি'ই তোমার।


২৪/৩/২০১৭