চারিদিক কালো অন্ধকার, খাঁ খাঁ রোদ থাকার কথা,
পড়ছে এখন হঠাৎ ঝিলিক-মারা ভীতিময় বিদ্যুৎ।
বইছে না পবনেন্দ্রিয়,
গাছের পাতা অরব,
যেন আদেশ এসেছে মহা-পালনীয় নেতার
থমকে দাঁড়িয়েছে এখন মহাকাল,
সুর্যের আনাগোনা হয়েছে কাল।
সুরুজে সবুজে পরছে শঙ্কা-ভীতি,
কাল থেকে কালান্তরের নেতারা গুটিয়ে নিচ্ছে হাত-পা,
মুড়িয়ে নিচ্ছে নিজেদের কচ্ছপের খোলসে।
আর কাঁপছি আমরা ছাঁদহীন গোঅসহায়,
তবুও যেন প্রানে-সঞ্চার আনি,
আছে মোদের সাথে মোদের ইলাহি।
আর নেতা তো আসবেই! ছাউনী আছে ওর কাছে,
ভয় নাই ভয় নাই,
কিন্তু হায়!
ঝড় শেষে ওই বালির ঝাঁপটা, প্রবল জীবনহানি, বিদ্যুৎদগ্ধ দেহ-
ভেসে যাওয়া ইচ্ছাশক্তি-আশা-সুখের পুনর্জন্ম বৃথা ভেবে।
শুধুই ইয়াদ করি, ঈশ! কেনো এ দুর্যোগ?, কেনো এ ম্যাছাকার?
কারন তুমিই জানো, তোমার হাতেই তো সবকিছু-ঈশ! তুমিই তো সর্বপোকার।
===================
২২-০৯-২০১৫
ডেভিড কোং. পাড়া, গাইবান্ধা
বাংলাদেশ