অগোচরে রয়ে যাক অর্থ,
তাতে কি হব মোরা ব্যর্থ?
নিয়ম মানার এতো শর্ত,
আজই কি হবে এর শেষতো?
যদি হয়, হোকনা, বেশ তো!
স্বাধীন কবে হব যানি না,
তবে নিয়ম নীতি কিছু মানি না,
হতে চাই বাঁধ ভাঙ্গা পায়রা,
বন্দী-কারা-অসু কভু, চাই না,
এমন যদি হয়, হোক না!
দুঃখগ্লানি আজ থাক না!
দুডানা মেলে শুধু উড় না!
===================
১২-০৯-২০১৭
সনাতনগড়, তালবাগ, ঢাকা-১২০৯