চপলতায়, কলকাকলি ভরা নির্জন-ছায়ায়,
যখন লেবুপাতার স্নিগ্ধতায়,
হঠাৎ! বৃষ্টির ফোঁটাগুলো খেলে!
তখন হয়তো তাঁর আকূল হৃদয় বেঁজে ওঠে,
কোনো এক চেনা সুরে (সে যানে),
চপলতা, ভরেভরে যেন ওঠে!
ঝনঝন ধ্বনি যেন বাজে হৃদয়বীণার তারে-তারে-
কিংবা, যখন বৃষ্টির ওই রঙ ও ইন্দ্রধনুর আবেগ, সাতটি রঙএ মেখে
খেলা করে, কিছু হিম-উষ্ণ-আবেগ হৃদয়গোচর হয়,
তখনি হয়তো মিশিবে কায়া-যুগল, আদরে আবদারে, তারপর আবার-
কিছু অপেক্ষা যানি খেলে বৃষ্টির ধারা, শেষ হইবার পর থেকে!
আবার কখন ঝরিবে বারিধারা, সেই মধুর প্রেম ডোরে।
আবার কখন মিলিবে রুপার হিমু
হলুদ-মায়ায় হৃদপাথারে মৃন্ময়তায় ঘিরে।
===================
রুপক
০৮-১০-২০১৭
ধানমন্ডি, ঢাকা
রাত ৯টা