ধানের ক্ষেতে যখন বয়ে যায় নির্মল বাতাস
তখন আমি, হেটে যেতাম তারই পাশ দিয়ে
সন্ধ্যের বুড়ো হাওয়া যখন আমার কর্নস্পর্শী
তখন আমি কোনো কর্ণপাত না করেই হেঁটে যেতাম মনের শুন্যতায়
ইদানিং গড্ডালিকাকেই যেন জীবন্মৃত ভেবে চলি আমারা সবাই
তেমনি ধানক্ষেতের লহরও যেন বয়ে যায় এমাঠে, অন্ধ্যের অনুকরণে!
(তাই) যখন ধানেরক্ষেত নুয়ে পড়ে আপন মনে
তখন আমি তার পাশ দিয়ে পদক্ষিপ্ত হতাম স্পর্শকাতর
সন্ধ্যাকে আমি তখন ভালোবাসতাম খুব
খুশি হলে সঙ্গী করে হেঁটে বেড়াতাম তেপান্তর থেকে তেপান্তরে
সুরের মূর্ছনায় মূর্ছিত হয়ে, মাটির গন্ধে গন্ধিত হয়ে,
যদি আমি রয়েই যেতাম এই মাতৃভূমির কোমল কোলে,
মাতৃভূমির এই অপরুপ রুপ মৃগয়ার প্রশান্তি, ভোলার নয়
তবুও আমার মনেই এর স্থান সজ্জায়
যেদিন থাকব না সেদিন আমার স্মৃতি থাকবে কিনা জানিনা
তবুও মনের মাঝে পুষে যাব অগভীর মাতৃপ্রেমামার ।
মায়ের প্রতি ভালোবাসাই তো মাতৃপ্রেম, তা কি মোদের আছে?
দেশের জন্য মোদের প্রান কতটা কাঁদে?,লক্ষ্য করেছি কি?
যদি কাঁদে তবে কাঁদুক, কাঁদতে দাও, সেটা কাঁদবেই বা কতক্ষণ !
=========
১০-০৫-২০১৩
স্টেপ