খোলা আকাশ আজ আমার কয়েক‘শ সিড়ি বাইবার তেস্তোতা,
উন্মুক্ত ক্রিকেট মাঠ আজ আমার স্বপ্নের খোড়াক,
সবুজে দোল খাওয়া ধান’ক্ষেত শুধুমাত্রই জড়তা আমার।
আর তাই খোলা আকাশের পটে, উন্মুক্ত মাঠে ও ধানের পাতার দোদুল্যময়তার মাঝে মিশাতে ইচ্ছে করে নিজেকে।
অনেকদিন হলো উন্মাদের মতো চিৎকার করে বলতে ইচ্ছে হয় কোথায় তুমি স্বাধীনতা?
ইচ্ছে হয় ঝলমলে সূর্যের দিকে তাকিয়ে থাকি নিশ্চুপ, অনবরত।
আর ইচ্ছে হয় প্রেমকে ভিন্ন, অচেনা, বিশ্বজনীন এক রূপ কিন্তু দিতে,
সেই রূপ যেন একদিন সবার কাছেই ভিন্ন না মনেহয়
আজ যদি পারতাম পায়রার মত করে শরীর-মন থেকে সব ধুলো-ময়লা সাফ করতে।
জীবনকে পরিপূর্ণতার চরম সিঁড়িতে অচল করতে এর থেকে কি’বা ভালো হতে পারে।
কখনো যদি পারতাম জীবনকে সত্যিসত্যি এরূপ রূপ দিতে!
কিন্তু তাও কি সম্ভব? যদিও সম্ভব হয় তা স্বপ্নে।
মাঝে মাঝে মনে হয় খোলা মহান আকাশের দিকে তাকিয়ে নির্জনে এক পশলা কাঁদি!
যাতে আমার মনটা হালকা হয়।
যদি পারতাম আমার, আকাশের পটে সাদা বকের মত দুডানা মেলে উড়তে,
আর কৃত্তিমতার এই শহরকে ছেড়ে কচি ধানের’ক্ষেতের সবুজ ঢেউয়ের উপর শুয়ে থাকতে।
কেনো যেন নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে দূর থেকে দুরান্তে কোনো এক অচেনা দ্বিপে,
সেখানে থাকবে না কোনো পিছুটানের স্মৃতি, থাকব শুধু তুমি আর আমি ।।
===========
২৪-০৭-২০১৩
স্টেপ
সেদিন ছিল আমার জন্মদিন :)