স্বাধীনতা তুমি এসেছ? নাকি ভ্রম!
আমার মানুষের হৃদয়ে তুমি নিত্য কর খেলা,
কর লুকোচুরি, আবার পাও অনেক আমন্ত্রণ,
কিন্তু বল না! বাঁচাবে কে তাঁদের, থেকে এই ভ্রম?
সত্যি সত্যি যেন এসো তুমি, মোদের জীবনে!
যেন মেকী হয়ে নয়,
যেন বিষের স্বাধীনতা হয়ে না এসো,
যেন এসো মধুর স্বাধীনতা হয়ে!
আচ্ছা, স্বাধীনতা! তুমি নিজেও কি স্বাধীন?
নাকি তুমিও ‘স্বাধীন হয়েও পরাধীন’?
এসো, দেখো তোমায় পেয়েও কেন আমরা পরাধীন!
তোমায় পেয়েও আজ আমরা কাঁদি,
কাঁদে লক্ষ-কোটি ক্ষুধিত প্রান,
লক্ষ-কোটি ব্যথিত প্রান!
সুবিচার চায়, ওই অসহায়!
দেবে কি তাঁদের তুমি, ওই কাঙ্ক্ষিত আশ্রয়?
নাকি নিরন্তর স্বাধীনতা নামের ভুল অর্থ ঠাওরেই,
বেঁচে থাকব আমরা?
================
১৯/১১/২০১৬
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ