একটু ভেবে দেখো
নবান চন্দ্র রায়


ভুল -টা  তো তোমার-ই ছিল ,
                          তারে বিশ্বাস করে -
ব্যথাটা-টা নিজেই নিলে ,
                           মনের কথা ধরে।
একটি কথায় এগিয়ে গেলি,
                         পেতে ভালোবাসা-
না-বুঝে ছল-চাতুরী,
                       করে গেলি আশা।
আলেয়া-কে আলো ভেবে,
                     ছুটে গেলি কাছে-
গারো আঁধারে পৌঁছে গেলি,
                      তাকিয়ে দেখো পিছে।
জেনে-শুনে অগ্নি-গর্ভে,
                     পা বাড়িয়ে দিলি -
ভেবে দেখো ভালো করে,
                   কী সুখ-টা পেলি।
সারা গায়ে লাগিয়ে দিলি,
                 অগ্নি-গর্ভের ছোঁয়া,
জ্বলছে তোমার সারা দেহ,
                       উঠছে না-তো ধোঁয়া।
আগুন তো, সব কিছু পোড়ায়,
                           পড়াই ধর্ম তার-
জ্ঞান হারিয়ে কাছে যাওয়া,
                         কী ছিল দরকার ?
দোষ দিয়ো-না ভাগ্য তাকে,
                             ঈশ্বর কেও নয়-
ভুল করেছো তুমি নিজে,
                       খুলে  দেখো হৃদয়।
গভীর মনের একটি কোনে,
                    বাসনা একটু ছিল-
কেন বোলো মিথ্যে কথা,
                         ভাগ্য দোষে হলো।
যা করেছো ভুল করেছো,
                        এবার স্বীকার করো,
অন্ধকার-টা পেরিয়ে সোজা,
                            আলোর রাস্তা ধরো।
সব জ্বালা তোর জাবে মিটে,
                         স্বরণ করো মা-কে -
মা হলো গঙ্গা সমান ,
                              পূজা করো তাকে।