***************
***************


বাবার কাছে চেয়েছিলাম মেলা থেকে গাড়ি,
আজকে যদি নাহি দিবে, দেবো তবে আড়ি।
না ছিল তার টাকা কড়ি, টেনে নিলো ডানা ধরি
একপোয়া জিলাপি কিনে নিয়ে আসলো বাড়ি।
কাঁদছিলাম মোর মত, শক্তি ছিলো যত
তবুও সে কিনতে নারাজ ভাবছে তাহার মত।
আবদার ছিলো মোর করছিলাম এক জোর,
আর একদিন কিনে দিবো যত লাগে তোর।


কাঁদছি বাড়ি এসে মায়ের আঁচল ঘেষে
একটা গাড়ি কিনতে বাবার কত টাকা যেতে?
মা বুঝালো মোরে কি করিবো ওরে
কত দিন যে কাম নাই, আছে বসে ঘরে।
সব কিছুই তো বুঝি উপায় তবুও খুজি,
একটা গাড়ি কিনতে তবে কত লাগে পুঁজি?
ভাবছি একা একা কোথায় পাবো টাকা?
কার কাছে চাইবো আমি নাই তো কারো রুজি।


মায়ের কাছে বলেছিলাম পিঠা-পুলির কথা,
সে বললো চাল নেই ঘরে ভাবছো অযথা।
দুপুরে কি খাবি ভাবছো তুই একবার করি?
পিঠার কথা কইলি কেমনে সরমে মুই মরি।
ঘরে কোন বাজার নাই, নাই তো কোন চাল
আজকে না হয় খাইবে সবে,কেমনে চলবে কাল?
অভাবের সংসারে কইলাম কুড়ার সময় নাই
ক্ষেতে এখন কাজ আছে, আমি এখন যাই।


ভাইয়ের কাছে বলছি মোরে জামা কিনে দেও
জামা দিয়া করবা কি ভাই? খেয়ে বেঁচে লও।
ভাবির পড়নের শাড়ি ছিড়ছে কয়েক দিন ধরে
কি দিয়া কিনবে শাড়ি টাকা নাই তো ঘরে।
বোন দুইটা বড় হয়ে রইছে ঘরে পরে,
বিয়া তো দেয়া লাগে সমাজেরই ডরে।
দরিদ্রতার টানা পোড়া জমি জমা শূন্য,
এতো বড় সংসারে থাকে না আবার অন্ন।
কোন মতে চলে সংসার কত আছে ধার,
এই জন্য হয়না পূরন আমার আবদার।
                                                         ****************
****************


২৫-১০-২০১৯
বটতলা,বরিশাল