*******************


মৎস শিকারে এক বৎস গেলো
গভীর সমুদ্র প্রাঙ্গণে,
ধরিবো তিমি আর করিবো বশ
রাখিবো মোর অঙ্গনে।
তিমির কি চোট বুঝিতে না দেয়
মৃদু থাকে মনে মনে,
বড়শী দিয়ে বৎস তিমি ধরিতে
ক্ষন কাল শুধুই গোনে।


অস্ত্র নিয়েছে তায় বড়শী সুতার
কূটবুদ্ধি কিছু ঝোলায়,
তিমির পিঠে উঠে দাঁড়ায়ে শেষে
তিমিকে যেন বোলায়।
আজ যাবে কই আসতেই হবে
ধরবো এবার ধরবোই,
বশ তোমাকে আজ হতেই হবে
করবো এবার করবোই।


তিমি ছিলো চুপ নাহি দেয় ডুব
দেখছে বৎসের কান্ড,
কি নিয়ে এসেছে আমাকে ধরিতে
হাতে ছীপের এক দন্ড।
ভয় নাহি পায় ছীপ আর বড়শী
মাথা নষ্ট কূটনীতিতে,
বেড়েছো বুঝি এসে আমার রাজ্যে
হাসছো দেখি খুশিতে।


এবার দেখো বাপু করে দেই কাবু
একটু দিলাম ডুব,
নরম কোমল দেখে ভেবেছো শান্ত
ছিলাম বলে চুপ।
বৎস গড়িয়ে যায় সমুদ্রে পড়িয়ে
খেয়েছে লোনা জল,
বুঝিলো শেষে তিমি নয় তো বশে
করেছিলো শুধু ছল।


সমুদ্র জলে ভেসে বুঝিলো অবশেষে
হয়েছিলো বড় ভুল,
নাই চেনাজানা তিমির আকার খানা
ভেবেছিলাম চরের কূল।
বড়শীতে তিমি স্বীকার করিতে চাওয়া
বড় ধরনের বোকামী,
চেনাজানা নেই অজ্ঞতা ছিলো মোর
করছি তাই নেকামি।


*********************
আমতলী, বরগুনা
০৮/০৬/২০