********************
আপনি বড় একটা ভুল করছেন,
আমাকে শুধু শুধু কবি ভাবছেন।
কখনো স্বীকার করিনি আমি কবি,
তবে মনের অজান্তে লিখি সব-ই।
কি লিখি আর কি করি কিছু বুঝিনা,
যা লিখি আর যা করি সব-ই ভাবনা।
চেষ্টা করি আমি কিছু বুঝানোর জন্য,
বুঝলে কেহ তবে আমি হয়ে যাই ধন্য।
এতোটুকুই মোর মনের আনন্দ পাওয়া,
আর তো কোন কিছু নেই মোর চাওয়া।
হতে চাই না কোন দিন আমি বড় কবি,
তবুও আকঁতে চাই আমি বাস্তব ছবি।


আমি সত্যকে সত্য, অসত্যকে বলি না,
আমি মানবতার কথা বলি মিথ্যা দূর হ।
রূপক বুঝি না আমি বাস্তবতাই দেখি,
কল্পনা নয় তবে সত্যিটাই শুধু লিখি।
আমার জীবন একটা কবিতার বই,
বাস্তব ঘটনা মনের মধ্য করে হৈচৈ।
প্রকাশ করিলে কাব্যগ্রন্থে রূপ নেবে,
পড়িতে পারবে সবে মূল্য নাহি দিবে।
আমি পেশাগত কবি নই, নহে জন্মগত,
তবুও লিখতে পারি কবিতা শত শত।
আমি জানিনা কোন নিয়ম না মানি বাঁধা,
মাত্রা, যতি, ছন্দ ছাড়াই লিখে যাই কবিতা।
**************************
২৫/০৮/২০
আমতলী, বরগুনা।