****************
আমলাতান্ত্রিক দেশে মোরা
কামলা খেটে যাই,
সকল নির্দেশ মানতে হবে
নাইলে উপায় নাই।
জনগণের দেশ বলে ভাই
ভোটের মঞ্চ পানে,
ভোট শেষ হলে তারাই সেরা
জনগন নাহি গোনে।


ভ্যাট দেয় সবাই কেনাকাটায়
ট্যাক্স দেয় বছর শেষে,
আমলাদের বেতন বছর জুড়ে
উন্নয়ন হবে দেশে।
কে দেয় বেতন কার উন্নয়ন?
কাদের হাতে দেশ,
তাদের দেখলে লজ্জা লাগে
তাদের সাথে বিদ্বেষ।


দেখলে তাদের চটকে ওঠে
অবহেলা যত কাজে,
ভুলে আছেন কাদের অর্থে
খেয়ে দেয়ে সাজে।
আমলা হলো আসল কামলা
সরকার জনগন,
মন্ত্র আছে তার ব্যবহার নাই
ভুলের দেশে মন।


দেশের চাকা ঘুরায় যারা
তাদের আহার নাই,
সবকিছুতেই অবহেলিত
নাইকো তাদের ঠাঁই।
আমলাতান্ত্রিক জটিলতায়
কামলা খেটে যায়,
তাদের দিকে নজর থাকলে
আখের গুছানো যায়?


*****************
২২/০৮/২০
আমতলী, বরগুনা।