*******************


কে আপন? আর কে বা পর?
সব কিছুই হলো ব্যবহার,
পর হয়ে যায় আপন কখনো
আপন হয়ে যায় পর।
রক্তের বন্ধন আত্মীয়তা নয়
আত্মীয়তাই হলো মন,
চলাফেরায় সবার এক মন হলে
গড়ে আত্মীয়ের বন্ধন।


একই পিতার ঔরস্যে আর
একই মায়ের জঠরে,
জন্মে অনেক সন্তান আবার
বড় হয় একই ঘরে।
দূরে সরে যায় কেউ আবার
কেউ হয়ে যায় আপন,
ব্যবহারের কারনে হারাতে হয়
কারো ভ্রাতৃত্ব বন্ধন।


ভালোবাসায় কেউ হয় আপন
আবার কেউ হয়ে যায় পর,
থাকতে পারে কারো রক্তের বন্ধন
থাকতে পারে একই ঘর।
বড় হয় বুঝি সবাই কাঁধে কাঁধে
মনে যখন অমিল বাঁধে,
ছাড় না দিলে আবার কেউ কাহারে
থাকে না একই স্বাদে।


লেনদেন আর বোঝাপড়া কারো
না থাকলে কাজের মিল,
তখন আত্মীয়তাই ছিন্ন হয়ে যায়
এক হয় না তাদের দিল।
হৃদ্যতা আর আন্তরিকতা হারায়
হয়ে যায় এলোমেলো,
কাছে থেকেও দূরে সরে যায়
অসহ্য লাগে তার ধুলো।


বিপদ আপদে কেউ ছুটে আসে
কেউ চলে যায় দূরে,
আপন লোক তখন হয়ে যায় পর
না থাকলে একই সুরে।
আত্মীয়তা রাখতে চাই ভালোবাসা
হতে হয়না নাড়ীর বাধঁন,
আন্তরিকতা থাকলে মনের মাঝে
পর হয়ে যায় তো আপন।


**********************
২২/০৬/২০
আমতলী, বরগুনা।