*************************


অর্থ, ধর্ম আর নারী ঝগড়ার তরবারি,
কোনটিই ছাড়া যাবে না যত বাজুক আড়ি।
ছাড়বো কেন সে কথা নয়তো সেটা অযথা,
অধিকার আমি বুঝে নিবো দিতে হলেও মাথা।
নারী আমি চাই পিছপা হওয়ার উপায় নাই,
এ ধরায় রাখবো না কাউকে তাকে যদি না পাই।
ধর্ম আমার প্রানের জাতি এর জন্য পাই জ্ঞাতি,
ধর্মের কথা উল্টা বললে ছেড়ে দিবো হাতি।


মহামানব নবী (স) এর কথা ঝগড়া নয় অযথা,
ধর্ম নিয়ে বারাবাড়ি নয় কর্তন হতে পারে মাথা।
লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দীন যার মনে যা মিন,
জোর করে চাপিয়ে দিও না অন্যজনের দীন।
যতিচিহ্ন ছাড়া কথা উল্টে যায় অর্থ মর্মতা,
না বুঝে মারলে আশীবিষের ছোবল বাড়ে তিব্রতা।
অর্থ অনর্থের মূল কথাটিতে নয় কোন ভুল,
অর্থের জন্য জীবন চলে যায় কারো বুকে শূল।


নারীর জন্য ভালোবাসা নারীর জন্য কত আশা,
স্বার্থের টানে সেই নারী দেয় জীবনে নিরাশা।
বেঁচে থাকলে আত্মীয়-স্বজন বেঁচে থাকলে আশা,
জীবনটাকে গড়তে হলে ছাড়তে হবে ধোয়াশা।
অর্থ, ধর্ম, নারী আর বুঝে শুনে করো চরে বাড়ি,
হতাশ হওয়া যাবে না কিন্তু বেঁধে গেলে কোন আঁড়ি।
ক্রোধে নয় বুঝে আসেন শান্ত হয়ে পাশে বসেন,
সমাধানের পথ খোলা থাকবে যদি ভালোবাসেন।


******************************
১৪/০৬/২০
আমতলী, বরগুনা।