========================
প্রয়োজনে ব্যবহারে অপূর্ন এই আমি
মিথ্যা মায়ায় করলে তুমি বন্দি,
তাসের ঘরের মধ্যে আমি করছি বসবাস
হতাশাতেও করছি কত সন্ধি।
পাবোনা তাও তোমায় ভেবে বাড়াই বুকে আশা
তুমি আমার হৃদয়ে কর বাস,
ভাংবো ভাংবো ভেবে মরি পেরে উঠি না
সকল আশা হবে যে নিরাশ।
ছলনার এই মায়া থেকে মুক্তি পেতে চাই
দুঃখ বলে কোথায় চলে যাস,
সকল আশা ভেঙেচুরে হয়ে গেলে শেষ
হয়ে যাবো জীবিত এক লাশ।
আমিতো সেই বড় বোকা খুঁজি নিজের স্বার্থ,
স্বার্থ ছাড়া কিছু বুঝি না,
খুঁজিনি কখনো আমি স্বার্থের আসল অর্থ
তাকে ছাড়া কিছু চাই না।
স্বার্থ কি একেই বলে আমার ভালো থাকা
তার শ্বাসে আমার নিঃশ্বাস,
দরকার তো তাকে নিয়ে, তাকে আমি চাই
না পেলে হয়ে যাবো শেষ।
========================
০৫/০৩/২০
আমতলী, বরগুনা