সৌন্দর্য নয় ত্বক ফর্সা
আর চেহারার গঠন,
সৌন্দর্য হলো মেধা-মনন
শিক্ষিত সুন্দর মন।
ফর্সা ত্বকে সুন্দরী হয় না
পরলে কেহ দামী গহনা,
থাকলে বিবেক বিবেচনা
তবেই হবে সৌন্দর্যের সোনা।


আধুনিক যুগের পুরুষ চাহে
হবে বউ সুন্দরী গাহে,
তাই তো নারী মেকআপ মাখে
অঙ্গের যেথায় দৃষ্টি যাহে।
ত্বক সাদা করতে হবে
যেথায় যাহা লাগে,
চাকুরীজীবী করবো বিয়ে
নিজের চাকুরির আগে।


সংসার হলো সুখে থাকা
নারী-পুরুষ দুটি চাকা,
একটি নষ্ট হইলে কেবল
অন্যটি হয় বাঁকা।
সমান তালে চললে তবে
সুখের গতি ওঠে,
নির্বুদ্ধি হইলে একজন
দূঃখের স্বাদ যায় মিটে।


ত্বকের সৌন্দর্য স্থায়ী নহে
থাকেনা বেশিক্ষণ,
বুদ্ধি, বিবেক ও বিচক্ষণতা
স্থায়ী আজীবন।


০৭/০৩/২০২০
বরিশাল