(লাইনগুলোর আদ্যাক্ষরে কবিতার সারমর্ম পাওয়া যাবে)


ভালো থাকতে ভালো রাখতে
লোভ দিয়েছে যে বিসর্জন,
বাসা নয় যেন তার স্বর্গপূরী
সাধা করছে যে সব প্রয়োজন।


যতন করে যেজন পুষছে জীবন
খতম করেছে সেজন বোধগম্য,
নত বুঝে না সে জিতলেই ধন্য।


সাম্যতায় ভালোবাসার জন্ম দিয়ে
রমণ করছে যেজন উপভোগ,
থরথর নয়, তার নাই কোন ভয়
হীনের কাছে নাই তার অভিযোগ।
নম্রতায় পেয়ে যায় সকল সুযোগ।।


তৎপর যেজন পরিস্থিতি বুঝে নেয়
বেরসিক নয় তার আয়োজন,
ইচ্ছের মাঝে থাকে তার প্রয়োজন।


পৃথক করা যার হৃদয় পুষে রয়
থিওসফিস্টে তার নাহি আস্তা,
বীভৎস আচরনে নিজের ভাব ফেরেস্তা ।।


হতভাগা যে এক ভুবন পিপাসু
অদম্য উচ্ছ্বাসে ঘোরে পিছু পিছু।


খুলে নাহি প্রাণ যায় যাক মান
বহন করে লোভে কত অপমান।


রঙ্গিন করতে মন কর বিসর্জন
নতজানু হয়ে করো বদ বর্জন,
গিঁট দিয়েছি মনে এই নয় পণ
নস্যাৎ হয়ে যাবে যত অর্জন।


(সাধা- বাস্তবে রূপ দেয়া
খতম- শেষ
রমণ- আনন্দ
তৎপর -পরিবর্তনশীল
থিওসফিস্ট - ইশ্বরের উপর
বীভৎস - মারাত্মক
অদম্য- কমফোরমাইজহীন
গিঁট - ঝামেলা পাকানো)
১০/৬/২১